উড়িষ্যার বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত ঈশান পোড়েল। কোয়ার্টার ফাইনালে বাংলার হয়ে নামার জন্য মুখিয়ে আছেন তিনি৷ গত বার তাঁর ফিটনেসই ছিল তার মূল সমস্যা। কিন্তু এ বার প্রাক-মরসুম ফিটনেস ট্রেনিং করে আরও তরতাজা ঈশান।
ঈশান জানাচ্ছেন, ‘প্রাক মরশুম ট্রেনিং শুরু হয়েছিল জুলাই থেকে। তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে চলেছে আমাদের ট্রেনিং। শারীরিক শক্তি তো বেড়েইছে। সঙ্গে মানসিক ভাবেও অনেকটা শক্তি অর্জন করেছি। নিজের ক্ষমতার চেয়ে বেশি কিছু করলে মনের জোর বাড়বেই’।
বাংলার কোচ অরুন লাল প্রসঙ্গে তিনি জানান, “ওঁর অবদান ভাষায় প্রকাশ করা যায় না। লালজি আমাদের দলের য়ুর্গেন ক্লপ অথবা পেপ গুয়ার্দিওলার মতো। সামনা সামনি যেমন প্রশংসা করেন, সমালোচনা করতেও পিছপা হন না”।