হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে অশান্তি ছড়ানোর অভিযোগে বিজেপি নেতা অনুপম হাজরাকে ডেকে দু’দফায় ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কলকাতা পুলিশ। অভিযোগ, মাস দুয়েক আগে অনুমতি না থাকা সত্বেও মিছিল করে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অনুপমের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই বুধবারই নোটিশ পাঠিয়ে তাকে তলব করে হেয়ার স্ট্রীট থানার পুলিশ। নোটিশ পেয়ে এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ থানায় হাজিরা দিতে আসেন প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। এই পরেই এসি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে শুরু হয় দফায় দফায় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ শেষ হতেই ফের পুলিশের উদ্দেশ্যে কুমন্তব্য সায়ন্তনের। তিনি বললেন, “ পুলিশ পোষা কুকুরের মত তৃণমূলের কথা শুনছে”।
গত বছরের ৪ঠা ডিসেম্বর একটি প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি এবং হিন্দু জাগরণ মঞ্চ। যদিও সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। অভিযোগ পুলিশের অনুমতি ছাড়াই জোর করে মিছিল করেন বিজেপি কর্মীরা। ডোরিনা ক্রসিং এর কাছে মিছিল পৌঁছালে নিয়ম অনুযায়ী তা আটকান কর্তব্যরত পুলিশ কর্মীরা। মিছিলে বাধা দিতেই পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ ওঠে। অনুপমকে গ্রেফতার করতে গেলে তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে পুলিশকে বলপূর্বক বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করে কলকাতা পুলিশ। এরপরই ওই মিছিলের নেতৃত্বে থাকা প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা নামে দুটি পৃথক মামলা রুজু করে হেয়ার স্ট্রীট থানার পুলিশ। জানা গিয়েছে, দুটি মামলায় মোট দশটি ধারায় অভিযোগ আনা হয়েছে অনুপমের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, প্রথম মামলাটিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ২২৪, ২২৫, ৩৫৩, ১১৪ ধারায় অভিযোগ আনা হয়। অপর মামলায় যোগ করা হয় ১৪৩, ১৪৭, ২০৩, ২৮৮ ৩৫৩ এর মতো ধারা।
পুলিশ সূত্রে খবর, একজন এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে শুরু হয় জিজ্ঞাসাবাদ। দু’দফায় মোট ৪ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রের খবর, সাড়ে চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত দু’ঘন্টা প্রথম মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মিনিট দশেকের বিরতিতে চা, বিস্কিট দেওয়া হয় প্রাক্তন সাংসদকে। ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ, যা শেষ হয় রাত সাড়ে আটটায়।
এদিন থানা থেকে বেরিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা পুলিশের উদ্দেশ্যে কুমন্তব্য করে বলেন , “আমি পশুপ্রেমি মানুষ। আমার বাড়িতে একটা ল্যাব্রাডর আছে। সেও আমার কথা এতো শোনে না, আজকাল পুলিশ যা তৃণমূলের কথা শুনছে। পুলিশ ওনাদের কাজ করেছেন। কথা না শুনলেই তো জঙ্গলমহলে বদলি করে দেবে।”অনুপমের এই মন্তব্যে ফের রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড়।