বাংলার দুঃস্থ মেধাবী পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে সবসময় নজর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দায়িত্বও নেন মুখ্যমন্ত্রী। এবার মহিষাদলের চতুর্থ শ্রেণীর এক দুঃস্থ ছাত্রের পড়াশোনা এবং দৌড় প্রশিক্ষণের দায়িত্ব নিল মমতা সরকার।
পড়াশোনার সঙ্গেই ক্রমেই নিজেকে দক্ষ অ্যাথলিট হিসেবে প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে মহিলাষদলের বামুনিয়ার চতুর্থ শ্রেণির ছাত্র আসরাফ আলি। কিন্তু বাধ সাধছে কিশোরের পরিবারের আর্থিক অবস্থা। সব জেনেই এবার আসরাফের লেখাপড়া ও তার প্রশিক্ষণের দায়িত্ব নিল রাজ্য সরকার।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়কে রাজ্যের শিক্ষা দফতর বেছে নিয়েছে। তাদের মধ্যেই রয়েছে আসরাফও। পড়াশোনার পাশাপাশি ওই প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলা থেকে একমাত্র আসরাফই সেই সুযোগ পেয়েছে।
মহিষাদলের বামুনিয়ার ছাত্র আসরাফ আলি। জেলা ও রাজ্যস্তরে একাধিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে নানা পুরস্কার জিতেছে আসরাফ। প্রতিভাবান এই কিশোরের লক্ষ্য পরবর্তীকালে দেশের হয়ে আন্তর্জাতিকস্তরে প্রতিনিধিত্ব করার। তবে পরিবারের আর্থিক অনটনে আসরাফের স্বপ্ন নিয়ে ঘোর দুশ্চিন্তায় ছিলেন তার বাবা-মা। বাবা ও মা-সহ চার ভাই-বোনের সংসার আসরাফদের। আসরাফই সবার ছোট।
বাবার আয়ের টাকায় পাঁচ জনের সংসার ঠিকমতো চলে না। তারই মধ্যে কষ্ট করে পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাচ্ছে ছোট্ট আসরাফ। ছোট থেকেই খেলাধুলোর প্রতি প্রবল আগ্রহ ছিল আসরাফের। ২০১৯ সালে প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জেলা ও রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে আসরাফ। তার প্রতিভার কথা জেনে খুশি ক্রীড়া ও শিক্ষা দফতরের আধিকারিকরাও।