রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। এ সময় পরীক্ষার্থীদের যাতে পড়াশুনোয় ব্যাঘাত না ঘটে, সে জন্য প্রতিবারের মতো প্রশাসনের তরফ থেকে নিষেধ করা হয়েছে মাইক ব্যবহারে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মেলা উপলক্ষ্যে উলুবেড়িয়ায় তারস্বরে বাজল মাইক, বক্স ও ডিজে। আর সেই মেলায় বক্তব্য রাখলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল শ্যামপুরের অনন্তপুর এলাকায়।
গতকাল শ্যামপুরের অনন্তপুরে মিল মাঠে এক কালীর মেলা উদ্বোধন হয়। ওই মেলা উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুদেশ ধনকরও। স্থানীয়দের অভিযোগ, বুধবার সন্ধ্যা থেকে মাইক বাজতে শুরু করে। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় প্রশাসনের তরফ থেকে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। তা সত্ত্বেও মাইক ব্যবহার করায় অসুবিধায় পড়ে এলাকার পরীক্ষার্থীরা। অনুষ্ঠান মঞ্চ থেকেই বক্তব্য রাখেন রাজ্যপাল। আর মঞ্চের ওপরেই রাখা ছিল ডিজে বক্স। মঞ্চের কুড়ি ফুট দূরেই বাজছিল চার জোড়া ডিজে। অনুষ্ঠান মাঠ ঘিরে রয়েছে ঘন জনবসতি। রাজ্যপালের বক্তব্যের সময় অবশ্য মাইক বন্ধ রাখলেও তারস্বরে বেজেছে বক্স ও ডিজে।
বক্স বাজানোর এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে রাজ্যপালের ভূমিকা নিয়েও। অনেকেরই প্রশ্ন যিনি সবসময় সংবিধান মেনে চলার পরামর্শ দেন তিনি কী করে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারলেন। রাজ্যপালের এই কাজকে কটাক্ষ করেছেন শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল। আবার শুধু মাইক বাজানোই নয়। এছাড়াও
দোকানপাট বসিয়েও চলেছে হইহুল্লোড়। মেলাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অনন্তপুর হাইস্কুল ও বেলপুকুর হাই স্কুল। প্রচুর পরীক্ষার্থী রয়েছে সেখানে। ডিজের আওয়াজে অসুবিধায় পড়ে সেখানের পরীক্ষার্থীরাও। চাপে পড়ে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশের কাছ থেকে মেলার অনুমতি নিয়েছিল। কিন্তু মাইক বক্স বা ডিজে বাজানোর অনুমতি ছিল না তাদের কাছে।