মাধ্যমিক পরীক্ষার আগে আবারও আচমকাই স্কুলে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার তিনি গেলেন নিউ হরাইজন স্কুল। কথা বললেন ছাত্রীদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে দেখে যেন এক লহমায় পরীক্ষার আতঙ্ক কেটে গেল ছাত্র ও অভিভাবকদের।
বৃহস্পতিবার সকালে হাজরার নিউ হরাইজন স্কুলে চলে যান মমতা। আচমকা মুখ্যমন্ত্রীকে চোখের সামনে দেখে তখন সব টেনশন নিমেষে উধাও। একে একে প্রণাম করতে শুরু করলেন ছাত্রীরা। মমতাও হালকা মেজাজে কথা বললেন ছাত্রীদের সঙ্গে। জিজ্ঞেস করেন লেন, ‘কী কী পরীক্ষা হল? অঙ্ক পরীক্ষা কবে?’ পরীক্ষার হলে ঢোকার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে তৃপ্তির হাসি ধরা পড়ল সবার মুখে। সবাইকে শুভকামনা জানানোর পাশাপাশি পরিকাঠামোও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন কলকাতার দুটি স্কুলে। স্কুলে গিয়ে ছাত্রীদের সঙ্গে দেখা করার সেই ভিডিয়ো ফেসবুকে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে লেখেন, ‘জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে বেলতলা গার্লস স্কুল এবং ভবানীপুর গার্লস স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলাম। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি। তাদের সাফল্যে গৌরবান্বিত হোক বাংলা। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।’
দুটি স্কুলে ঢুকেই মুখ্যমন্ত্রী পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি ছাত্রীদের সঙ্গেও দেখা করেন, তাদের শুভকামনা জানান। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পরীক্ষার্থীরাও খুশিতে ভরে ওঠে। অনেককেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরতে দেখা যায়। পায়ে হাত দিয়েও নমস্কার করে আশীর্বাদ চায় অনেক ছাত্রী। তাঁদের সকলকেই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।