দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের রূপ বদলে দিতে উদ্যোগী হয়েছেন মোদী। আর সেই কারণেই ভারতের অর্থনীতির হাল তলানিতে গিয়ে দাঁড়ালেও ট্রাম্পের জন্যে খরচা হচ্ছে ১০০ কোটিরও বেশি টাকা। গরিবি লুকোতে উচ্ছেদ করা হয়েছে বস্তিও। এবার তাজমহলকেও সুন্দর করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাজমহল দেখতে যাওয়ার সময় পাননি। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া তাজমহলে যাবেন বলে স্থির হয়ে আছে। সম্মানীত অতিথিদের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই পরিষ্কার করা হচ্ছে সেই সৌধ। তার নানা জায়গায় মাড প্যাক দেওয়া হয়েছে। এমনকি যুমনায় রাতারাতি দূষণ দূর করতে নতুন করে জল ছাড়া হয়েছে। দিল্লি, উত্তর প্রদেশের লাইফলাইন যুমনায় ৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। উত্তর প্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহ-ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার জানাচ্ছে, যমুনায় দুর্গন্ধ রোধ করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। আগ্রা বিমানবন্দর, তাজ মহলকে নতুন ভাবে সাজানো হয়েছে। ১৩ কিলোমিটার যাত্রাপথে প্রায় ৩ হাজার শিল্পী মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।
উত্তরপ্রদেশের পদস্থ অফিসার ধর্মেন্দ্র সিং ফোগত বলেন, যমুনার অবস্থার উন্নতির জন্য গনগনাহর থেকে ৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল আগ্রায় পৌঁছবে ২১ ফেব্রুয়ারি বিকালে। ২৪ ফেব্রুয়ারি অবধি যাতে যমুনায় একটা নির্দিষ্ট পরিমাণ জল থাকে সেজন্য চেষ্টা করা হচ্ছে। উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার বলেন, যমুনায় বাড়তি জল থাকলে সাধারণত দুর্গন্ধ বেরোয়। কিন্তু জলের পরিমাণ বেশি থাকলে দুর্গন্ধ বেরোবে না। এই এত তোড়জোড় দেখে ইতিমধ্যেই সরব বিরোধীরা।