নির্ভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত ৪ জনেরই ফাঁসি হবে আগামী ৩ মার্চ, এমনটাই জানিয়ে দিয়েছে দিল্লীর পাতিয়ালা হাউস কোর্ট। এই মুহূর্তে মৃত্যুর প্রহর গোণা ছাড়া তাদের কাছে আর কাজ নেই কারণ রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা সহ সব রকমের আইনি আবেদন খারিজ হয়ে গেছে।
ঠিক এই সময় ফের একবার খবরের শিরোনামে এল নির্ভয়া কাণ্ডের অন্যতম আসামি বিনয় শর্মা। তিহার জেলের মধ্যে থাকাকালীন গত ১৬ ফেব্রুয়ারি দেওয়ালে মাথা ঠুকে নিজেকে গুরুতর রূপে আহত করার চেষ্টা করে সে, যদিও জেল কর্তৃপক্ষের তৎপরতায় আটকানো হয় তাঁকে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে জেলের দেওয়ালে মাথা ঠোকা হলেও বিনয়ের চোট খুব একটা গুরুতর নয়।
৩ মার্চ ফাঁসির দিন ঘোষণার পর নির্ভয়ার মা আশা দেবী জানান, ‘আমি যে খুব খুশি তা নই, কারণ এর আগেও মৃত্যু পরোয়ানা জারি করা হয়, এই নিয়ে এটি তৃতীয়বার। আমরা এ পর্যন্ত অনেক লড়াই করেছি, সুতরাং আমি সন্তুষ্ট যে অবশেষে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি ওদের ৩ মার্চ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে।”
প্রসঙ্গত, এর আগে দু’বার এই দোষীদের মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে। প্রথমে ফাঁসির তারিখ ঠিক হয় ২২ জানুয়ারি। ফাঁসির দ্বিতীয় তারিখ স্থির হয় ১ ফেব্রুয়ারি, যদিও দু’দিনের কোনও দিনই ফাঁসি কার্যকর করা সম্ভব হয়নি।