আগামী সপ্তাহের ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানত, তিনি আসছেন গুজরাতেই। এইমুহূর্তে তাঁর সফরকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে প্রস্তুতি তুঙ্গে। গুজরাতের মোটেরা স্টেডিয়ামে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হবে ‘নমস্তে ট্রাম্প’। তবে এই অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে এখন তুলকালাম পরিস্থিতি গুজরাতের আমলা ও মন্ত্রীদের মধ্যে। সবাই চায় তাঁরা একঝলক যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পান। কিন্তু টিকিট নিয়ে বাধছে বেজায় গন্ডগোল। রীতিমত হুড়োহুড়ি পরে গিয়েছে সরকারি আধিকারিক ও মন্ত্রীদের মধ্যে।
জানা গিয়েছে , রূপানি সরকারের এক আইএএস অফিসারকে ডেকে পাঠায় গুজরাতের এক মন্ত্রী। তাঁকে ডেকে ওই মন্ত্রী বলেন, তাঁর পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধবের জন্য যাতে টিকিটের ব্যবস্থা করেন ওই আমলা। সরকারি এক আধিকারিক সূত্রে খবর, শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রী, বিধায়ক ও সাংসদেরা মুখিয়ে রয়েছেন এই টিকিট পাওয়ার জন্য। সকলেই চাইছেন, তাঁরা যাতে তাঁদের পরিবার পরিজনেরা যাতে একবার ডোনাল্ড ট্রাম্পকে স্বচক্ষে দেখতে পারেন। কিন্তু কাদেরকে এই বিশেষ পাস দেওয়া হবে তা এখনও নিশ্চিত হয়নি। এমনকি বেশ কিছু শিল্পপতি রয়েছেন যারা ভিআইপি পাসের জন্য মুখিয়ে রয়েছেন রীতিমত। সরকার তাঁদেরও অপেক্ষা করতে বলেছে।
সূত্র বলছে, বিজেপির বহু বড় বড় মন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাই শিল্পপতিরা মনে করছেন এটা বড় সুযোগ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁদের মন জয় করার। নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, এটা বেশ লজ্জাজনক পরিস্থিতি যে ভিআইপি পাসের জন্য আমলাদের কাছে অনুরোধ করতে হচ্ছে মন্ত্রীদের। তিনি আরও বলেন, এটা আগে কোনওদিনও এমন পরিস্থিতি হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সরকার এই সমস্যাটির সমাধান বের করবে।