নাগরিক সচেতনতা নিয়ে সরকার কতটা কাজ করেছে এবার তা নাগরিকদের বোঝানোর জন্য তৈরি হচ্ছে বিশেষ তথ্যচিত্র। মঙ্গলবার তারই প্রাথমিক প্রস্তুতি চলে কলকাতা পুরসভায়। কিভাবে কাজ হবে। কোন কাজের খতিয়ান এর মাধ্যমে তুলে ধরা হবে এবং কী ভাবে তা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এ বিষয়ে এদিন প্রশিক্ষণ চলে জনসংযোগ আধিকারিকদের মধ্যে।
হাতে বাকি মাত্র আড়াই মাস। তার মধ্যেই মানুষের কাছে এই তথ্য পৌছে দিতে তৎপর কলকাতা পুরস্পভা। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার খলিল আহমেদ।
আগামী ১২ এপ্রিল হতে চলেছে হাওড়া ও কলকাতা পুরসভার ভোট। বাকি পৌরসভার ভোট হতে পারে ২৬ ও ২৭ এপ্রিল। বিগত পাঁচ বছরে কলকাতার কতটা পরিবর্তন হয়েছে সেই খতিয়ান তুলে ধরতে একটি তথ্যচিত্র সহ-প্রচার পুস্তিকা বের করতে চলেছে কলকাতা পুরসভা।