মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চারটি ম্যাচ হবে কলকাতার যুবভারতীতে। গতকাল দিল্লীতে ফিফার প্রতিনিধিরা বৈঠক করেন। ফিফা মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের খেলা ফেলল গুয়াহাটিতে। তবে কাদের সঙ্গে ভারতীয় দল খেলবে, তা অবশ্য জুন-জুলাই মাসের আগে জানা যাবে না।
মঙ্গলবার দিল্লীতে এক অনুষ্ঠানে ফিফার প্রতিনিধির উপস্থিতিতে ৩২ ম্যাচের সূচি প্রকাশ করা হয়। কলকাতা ছাড়াও খেলা হবে গুয়াহাটি, আমদাবাদ, মুম্বই এবং ভুবনেশ্বরে।
ফিফার মহিলা ফুটবলের প্রধান সুরেই বেরিম্যান প্রতিযোগিতার সূচি ছাড়াও স্লোগান প্রকাশ করেন। ‘কিক অব দ্য ড্রিম’—এই স্লোগান ভারতের কোণে কোণে মেয়েদের কাছে পৌছে যাবে আশা করার পাশাপাশি তিনি বলেছেন, ‘‘শুধু ভারত নয়, সব দেশের সব বয়েসের মেয়েদের ফুটবল মাঠে টেনে আনার চেষ্টা চালাচ্ছি আমরা।’’
প্রসঙ্গত, ২ নভেম্বর প্রতিযোগিতার উদ্বোধন হবে গুয়াহাটিতে। ২১ নভেম্বর মুম্বইতে হবে ফাইনাল। কোয়ার্টার ফাইনাল হবে ১২ এবং ১৩ তারিখ। সেমিফাইনাল ১৭ নভেম্বর।