ওয়ানডে সিরিজে কিউয়ি বাহিনীর কাছে ০-৩ হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। তবে সেই হার ভুলে টেস্ট সিরিজ শুরুর আগে হুঙ্কার দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বললেন, বিশ্বের যে কোনও দলের বিরুদ্ধেই লড়াইয়ের ক্ষমতা ধরে তাঁর দল।
গত ছয় মাসে টেস্ট ক্রিকেটে যে প্রতিপক্ষই সামনে পড়ুক না কেন, কোহলি-রোহিতদের দাপটের সামনে উড়ে গিয়েছে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই মেজাজেই খেলতে চাইছে ভারত। কোহলি স্পষ্ট বলেছেন, ‘বিপক্ষে যে দলই থাক না কেন, তাঁদের টেক্কা দেওয়ার মতো ফিটনেস ও মনঃসংযোগের প্রস্তুতি নিয়েছি আমরা। টেস্ট সিরিজে এই আত্মবিশ্বাসই সঙ্গী হবে আমাদের।’
তিনি আরও বলেছেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গ্যালারিতে উপস্থিত দর্শকদের বড় ভূমিকা থাকে। তাই এমন মানসিক অবস্থায় থাকতে হয় যেখানে এগুলো পাত্তা পায় না। আর নিউজিল্যান্ডে ক্রিকেট মানে শৃঙ্খলাপরায়ণ থাকা জরুরি। সারা দিন ধরে কিউয়িরা বিপক্ষের ধৈর্যের পরীক্ষা নেয়। ওরা খুব ফিটও। বোলার ও ব্যাটসম্যানরা খুব ফিট। ওদের ফিল্ডাররাও অসাধারণ। তাই সুযোগের সদ্ব্যবহার করা জরুরি। ফোকাস রাখতে হয় তার জন্য।’