জলটা এবার মাথার ওপর দিয়ে বোধহয় বইতে শুরু করেছে। তা না হলে ১২৭ জনের কাছে নোটিস যেত না তারা ভারতের নাগরিক কিনা তা প্রমাণ দিতে হবে। গোটা দেশজুড়ে সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে যখন তেতে আছে তখন বেনজির এই নোটিসটি পাঠিয়ে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে আধার কার্ডের দপ্তর। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কি ঘটেছে? জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) বুধবার ১২৭ জন হায়দরাবাদের বাসিন্দাকে নোটিস পাঠিয়েছে। সেই নোটিসে বলা হয়েছে, তাঁরা ভারতের নাগরিক কিনা তা প্রমাণ করতে হবে। তাই আধার নথিভুক্তকরণের সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হতে হবে সশরীরে। না হলে আধার কার্ড বাতিল করা হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে।
কী করে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হল? নোটিসটি পাঠানোর সময় দেখা হয়নি কাকে তা পাঠানো হচ্ছে। ফলে এই ১২৭ জনের মধ্যে এক রিক্সাচালক ছিলেন। যিনি নোটিসটি পেয়ে কার্যত হতবাক। তাঁর নাম সাত্তার খান। তাঁকে এখন প্রমাণ করতে হবে তিনি ভারতীয় নাগরিক কিনা। ফলে আতঙ্কে পড়ে তা নিয়ে সবার কাছে ছুটতে থাকেন এই খেটে–খাওয়া রিক্সাচালক। তখনই সেই নোটিস সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে কেউ ছেড়ে দেয়। যা ভাইরাল হয়ে গিয়েছে।
এই নোটিসে আরও বলা হয়েছে, যদি কেউ ভারতীয় নাগরিক না হন, অথচ আধার কার্ড আছে তাহলে তাকে প্রমাণ করতে হবে এই দেশে সে বৈধভাবে ঢুকেছে। ২০ ফেব্রুয়ারি থেকে মে মাসের প্রথমদিক পর্যন্ত সময়সীমার মধ্যে সশরীরে এসে প্রমাণ দিতে হবে এইসব কিছুর। এখন মাথায় হাত রিক্সাচালক থেকে আমজনতার।