দেশজুড়ে এনপিআর, সিএএ এবং এনআরসি নিয়ে জোর আন্দোলন চলছে। কোন কোন রাজ্য বিধানসভায় প্রস্তাবও এনেছে সিএএ’র বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবার গর্জে উঠল মধ্যপ্রদেশ। কংগ্রেসশাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন মধ্যপ্রদেশে এনপিআর কার্যকর করা হবে না। ফলে জাতীয় রাজনীতির অলিন্দে আরও কোণঠাসা হয়ে পড়ল কেন্দ্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সবার আগে এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এনপিআর করা হবে না বলে সোচ্চার হয়েছিল অন্যান্য কয়েকটি রাজ্যও। এবার প্রথম কোনও কংগ্রেসশাসিত রাজ্য এনপিআর–এর বিরুদ্ধে সুর চড়াল। এই রাজ্যের দাবি, এনপিআর কার্যকর করলেই তারপর এনআরসি চাপিয়ে দেওয়া হবে। তা কিছুতেই মেনে নেওয়া যায় না।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, এনপিআর–এর কাজ শুরু হবে ১ এপ্রিল থেকে। চলবে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারী আটকাতেই এই এনপিআর। যদিও বিরোধীরা তা মানতে নারাজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কমলনাথ এনপিআর নিয়ে কেন্দ্রের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছেন। শুরু করেছেন আন্দোলন।