কুসংস্কারের থাবা যে এখনও বাংলার জনসমাজে গ্রাস করে রয়েছে, তা আর একবার সামনে এল। মালদায় খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ৪ শিশু। এতেই পরিবারের সন্দেহ হয়, যে বাচ্চাদের ভুতে ধরেছে। তাদের নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁকের পর মৃত্যু হয়েছে ২ শিশুর।
শিশুদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাদের মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক শিশুর। আরেক শিশুর মৃত্যু হয় হাসপাতালে। বাকি আরও ২ শিশু অসুস্থ হয়ে মালদা হাসপাতালে চিকিৎসাধীন।
কিন্তু এখনো সাধারণের ধারণা ভুতে ধরেছে বলেই মৃত্যু হয়েছে ওই দুই শিশুর। এদিকে পুরো বিষয়টি জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে পড়েছেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস। তিনি বলেন, ‘‘ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে এরকম যে কুসংস্কার রয়েছে তা জানা ছিল না। রহস্যজনকভাবে দুই শিশু মারা গিয়েছে। আমি অসুস্থদের মেডিক্যাল কলেজে দেখে গিয়েছি । কদমতলী গ্রামে গিয়েছি। ওখানকার মানুষদের বুঝিয়েছি ভূত বলে কিছু হয় না । সবই কুসংস্কার। সঠিক সময়ে চিকিৎসা পেলে হয়তো শিশুরা প্রাণে বেঁচে যেত”।