ডায়মন্ডহারবার সংলগ্ন রাস্তা, রেল আপাতত বন্ধ রাখতে চলেছে। কারণ মাঝেরহাট ব্রিজে কাজ চলছে। গার্ডেনরিচ ব্রিজে ওঠার জন্য মাঝেরহাট কাঁটাপুকুর দিয়ে বিকল্প একটি রাস্তা তৈরি করা হবে। শুক্রবার একথা জানালেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। মাঝেরহাট ব্রিজের কাজ দেরির জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন মেয়র।
মাঝেরহাট ও টালা ব্রিজের কাজ নিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, পুরসভা, কেএমডিএ, পিডব্লুডি’ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র। বৈঠকের পর তিনি জানান, টালা ব্রিজের কাজের জন্য কোন কোন রাস্তাগুলি চওড়া করতে হবে তা নিয়ে আলোচনা হয়। টালা ব্রিজের কাজের জন্য কোন কোন রাস্তায় যানজট তৈরি হতে পারে সেটা পুলিশ দেখছে।
পিডব্লুডি বেশ কয়েকটি রাস্তা তৈরি করে দিয়েছে। কেআইপির কাজ চলছে। কাশীপুর ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য রেলকে বলা হয়েছে। রেলকে দায়িত্ব নিয়ে দেখতে হবে। রেলকে একটা চিঠি পাঠানো হচ্ছে এ নিয়ে।