সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। একই সঙ্গে অনুজ ঘোষণা করলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নাম্বার চালু করেছে মমতা সরকার। তাই পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হলেই তারা যেন ওই নাম্বারে কল করতে পারেন।
টুইট করে এই কথা জানিয়েছেন অনুজ। কলকাতার পুলিশ কমিশনারের করা এই টুইট থেকে পরিষ্কার ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিতে কিংবা পরীক্ষার সময় কোনও রকমের সমস্যা বরদাস্ত করা হবে না। এর আগে অনেকবার এই ধরনের অভিযোগ উঠেছে। কখনও পরীক্ষার আগে বিরোধীদের রাজনৈতিক সভা, কিংবা কখনও পরীক্ষা চলাকালীনই পরীক্ষা কেন্দ্রের পাশে সভা করেছে রাজনৈতিক দল। উচ্চস্বরে বেজেছে মাইক। তাতে সমস্যা হয়েছে পরীক্ষার্থীদের। অনেক বলেও তার সুরাহা হয়নি। কিন্তু এবার যাতে সেই ধরনের কোনও সমস্যা না হয়, তার দাওয়াই বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার আগেই সেকথাইঘোষণা করলেন অনুজ।
টুইট বার্তায় অনুজ লিখেছেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। এও বলি রাখি, এই সময়ের মধ্যে জোরে মাইক বাজানো, বা অন্য কোনও সমস্যা হলেই সরাসরি কলকাতা পুলিশকে যোগাযোগ করুন। ১০০ নম্বরে ফোন করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ করেও আমাদের অভিযোগ জানাতে পারেন।” এই বলে চারটি মোবাইল নম্বর দিয়েছেন তিনি। সেগুলি হল ৯৪৩২৬১০৪৪৩, ৯৪৩২৬১০৪৪৬, ৯৮৭৪৯০৩৪৬৫ ও ৯৪৩২৬২৪৩৬৫।