দিল্লীর বিধানসভা ভোটে যেভাবে বিপুল ভোটে জিতেছে কেজরিওয়ালের দল, তাতে এবার রাজধানীর বাইরেও নিজেদের ডালপালা ছড়িয়ে দিতে চাইছে আপ। আঞ্চলিক নির্বাচনের মাধ্যমে এবার দিল্লীর বাইরে অন্যত্রও নিজেদের বিস্তার করতে চায় আম আদমি পার্টি। সেই লক্ষ্যে দলের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়।
বর্তমানে আপ মধ্যপ্রদেশ এবং গুজরাতের আঞ্চলিক নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আপ নেতা গোপাল রাই। এর আগে ২০১৭ সালে পাঞ্জাবের ভোটে লড়েছিল আম আদমি পার্টি। কিন্তু সেবার বিশেষ সুবিধে করতে পারেনি তারা। এমনকি গতবছর লোকসভা ভোটেও দিল্লীতে একটিও আসন জিততে পারেনি কেজরিওয়ালের দল। তবে আবার পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে লড়তে চায় আপ।
দেশের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক নির্বাচনগুলিতে অংশ নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন অরবিন্দ কেজরিওয়ালরা। ‘পজিটিভ জাতীয়তাবাদ’, এই মন্ত্র ধরে আপ জাতীয় দল হয়ে ওঠার লক্ষ্যে মাঠে নামছে বলে জানিয়েছেন দলীয় নেতা গোপাল রাই। তিনি বলেন, ‘৯৮৭১০১০১০১ এই নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ আমাদের দেশ–নির্মাণ প্রচারে অংশ নিতে পারেন। যথেষ্ট সংখ্যক ভলান্টিয়ার্স নিয়োগ হয়ে গেলে আপ সারা দেশে আঞ্চলিক নির্বাচনগুলি লড়ার কথা ভাববে।’