চীনে তৈরি পরচুলা নিয়ে বছরে কোটি টাকার ওপরে ব্যবসা হলেও বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে ব্যবসা প্রায় লাটে উঠেছে উলুবেড়িয়ার পরচুলা ব্যবসায়ীদের। করোনা ভাইরাসের জন্য ভারতেও সবরকম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে অন্যতম চীনের সঙ্গে সবরকম বাণিজ্য বন্ধ করা। তার ফলেই মাথায় হাত ব্যবসায়ীদের।
রাজ্যের হস্তশিল্প বিদেশেও সমাদৃত হচ্ছে। তার মধ্যে উলুবেড়িয়ার পরচুলা শিল্প অন্যতম। উলুবেড়িয়া করাতবেড়িয়া রাজাপুর, বাণীবন-সহ একাধিক এলাকায় কয়েক হাজার পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। তাদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা।
পরচুলা ব্যবসায়ীদের মতে, মূলত দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির ও বিভিন্ন পার্লার থেকে চুল সংগ্রহ করে সেগুলিকে বাছাই করে রাসায়নিক দিয়ে পরিষ্কার করে পরচুলা তৈরি হয়। পরে সেগুলিকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে কন্ডিশনার দিয়ে উজ্জ্বল করা হয়। পরচুলা ব্যবসায়ীদের মতে, মূলত বিভিন্ন সাইজের ওপরে পরচুলার দাম নির্ধারিত হয়। তবে দেশীয় পরচুলার থেকে চিনে তৈরি পরচুলা অনেক বেশি উজ্জ্বল ও অপেক্ষাকৃত কম দাম হওয়ায় বাজারে চিনের তৈরি পরচুলার চাহিদা ব্যাপক।