দেশদ্রোহিতার মামলায় এবার সিদ্দারামাইয়াকে আটক করল কর্ণাটক পুলিশ। বিদার স্কুলের ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে শনিবার বেঙ্গালুরুতে বিক্ষোভে সামিল হয়েছিলেন তিনি। প্রতিবাদের অংশ হিসাবে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বাসভবনের দিকে মিছিল করছিলেন তিনি। সেই মিছিল থেকেই আটক করা হয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
বিদার স্কুলের ঘটনায় কর্নাটকের একটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সেই স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নাটক তৈরি করা হয়েছে। পাশাপাশি সেই নাটকে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও বক্তব্য রাখা হয়েছে। এই অভিযোগ স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা শুরু করেছিল কর্নাটকের বিজেপি সরকার। আটক করা হয়েছিল স্কুলের প্রধান শিক্ষিকা এবং এক পড়ুয়ার মা–কে। যদিও পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।
সেই ঘটনার প্রতিবাদেই ছিল শনিবারের মিছিল। এদিন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বাসভবনের দিকে মিছিল করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্যে অসাংবিধানিক কার্যকলাপ চালাচ্ছে কংগ্রেস। কর্নাটক এখন পুলিশ শাসিত রাজ্যে পরিণত হয়েছে।