বয়সটা নেহাত কম নয়। চল্লিশ পার করে ফেলেছেন ৪ বছর আগে। কিন্তু তিনি যে এখনও ফুরিয়ে যাননি, ফের তা প্রমাণ করার অপেক্ষায় উজবেকিস্তানের জিমন্যাস্ট ওকসানা চুসোভিতানা। ৪৪ বছর বয়সে কেরিয়ারের আট নম্বর অলিম্পিকে পা রাখতে চলেছেন। সেটাই তাঁর কেরিয়ারের ‘লাস্ট স্টেশন’।
কেন টোকিওতে শেষ করতে চাইছেন? নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া কি যায় না? ওকসানার জবাব, ‘পরিবারের কাছে কথা দিয়েছি, এটাই শেষ। ছেলে আলিশের এখনও পুরো সুস্থ। কুড়ি বছর বয়স। ছেলে চায় না, আমি জিমন্যাস্টিক্স করি। ভয় পাচ্ছে, পড়ে গিয়ে চোট-আঘাত লাগলে। একবার পড়ে গিয়ে চোট লেগেছিল। সুস্থ হতে সময় লেগেছিল। ফলে টোকিওর পরে আর নয়।’
অবসরের বয়স হয়ে গেলেও এতদিন তিনি তা করেননি। ওকসানার কথায়, ‘আমি জিমন্যাস্টিক্স ভালোবাসি। সবসময় আমি নিজেকে বলি, যদি ভালো প্র্যাক্টিস করে উন্নতি করা যায়, তাহলে কেন করব না? সেই টানেই করে চলেছি, এতগুলো বছর।’ তাঁর সংযোজন, ‘আরও আগে অবসর নিলে হয়তো আজ আফসোস করতে হত। তবে এটাই সঠিক সময় অবসরের।’