শাহবাজ আহমেদের বিধ্বংসী বোলিং এবং মনোজ তিওয়ারির দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সৌজন্যে রঞ্জি ট্রফির এলিট গ্রূপের ম্যাচে পাঞ্জাবের ঘরের মাঠ ধ্রুব পাণ্ডব স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে নেতৃত্বাধীন বাংলা। ১৯০ রানের লক্ষমাত্রা রক্ষা করা বঙ্গ ব্রিগেডের পক্ষে খুব একটা সহজ হবে না বলে ধরে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা | দারুন উত্তেজনায় দাঁড়িয়ে থাকা ম্যাচে তৃতীয় দিন তথা একদিন বাকি থাকতেই বল হাতে অফ স্পিনার শাহবাজের (ম্যাচে ১১ উইকেট) জ্বলন্ত পারফরম্যান্স রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার জায়গা নিশ্চিত করে দিলো।। ১৯০ রানের লক্ষমাত্রা নিয়ে খেলতে নেমে আকাশদীপ ( ম্যাচে ৫ উইকেট) এবং শাহবাজের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাঞ্জাবের ব্যাটসম্যানেরা। এর আগে বাংলার ব্যাটিংয়ে আরো একবার পরিত্রাতা হয়ে ওঠেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি। প্রথম ইনিংসে অপরাজিত ৭৩ এর পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এলো প্রয়োজনীয় ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দলের হয়ে লড়লেন অর্ণব নন্দী ও (৫১)।
কঠিন উইকেটে দ্বিতীয় ইনিংসে রান বাড়িয়ে রাখাই প্রাথমিক লক্ষ্য ছিল বাংলার ব্যাটসম্যানদের। পছন্দের ট্র্যাক পেয়ে এবং নিজের পারফরম্যান্সের ঝাঁঝে দ্বিতীয় দিনের শেষেই জয়ের ব্যাপারে শাহবাজের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে , হুঙ্কার ছিল ‘উইকেট থেকে কিছুটা সুবিধা পেয়েছিলাম,এই ম্যাচ আমরা জিতবো’।
এর আগে বাংলার ১৩৮ রানের জবাবে ১৪রানের লিড নিয়ে ১৫২ রানে শেষ হয়েছিল পাঞ্জাবের প্রথম ইনিংস। পাঞ্জাবের হয়ে প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন বিনয় চৌধুরী। দ্বিতীয় ইনিংসে বেশ কয়েকটা ছোটো পার্টনারশিপে ভর করে বাংলার ইনিংস শেষ হয় ২০২ রানে| দ্বিতীয় ইনিংসে বল হাতে পাঞ্জাবের অফ স্পিনার কৃষাণ ড্রেসিংরুমে ফেরত পাঠান বাংলার ৬ ব্যাটসম্যানকে | গ্রূপের শেষ ম্যাচে পাঞ্জাব বধ করে বাংলার পয়েন্ট ৮ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট| আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে অরুনলালের ছেলেরা।
টিমের পারফরমেন্স নিয়ে দারুণ খুশি কোচ অরুনলাল। আলাদা করে মনোজ আর শাহবাজের প্রশংসায় পঞ্চমুখ বাংলার এই প্রাক্তন ক্রিকেটার।। ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মনোজ তিওয়ারি।। বাংলার ক্রিকেটপ্রেমীদের চোখ কিন্তু ২০ই ফেব্রুয়ারি থেকে হতে চলা সেমিফাইনালের দিকেই ।।
মতামত লেখকের ব্যক্তিগত