সিএএ এবং এনআরসির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল জামাত উলেমা-ই-হিন্দ। এবার তাদের তরফে দায়ের করা মামলার ভিত্তিতে সিএএ-এনআরসি নিয়ে শুক্রবার কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। জামাত উলেমা-ই-হিন্দে দাখিল করা আবেদনের পাশাপাশি এই সংক্রান্ত অন্যান্য বিচারাধীন সমস্ত মামলা সংযুক্ত করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, এর আগে গত ৭ ফেব্রুয়ারি সিএএ-র সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এবং আসাম চুক্তির কার্যকর রূপায়ণের দাবিতে দাখিল এক মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। সিএএ ইস্যুতে সুপ্রিম কোর্টে শতাধিক আবেদন দাখিল হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীরা সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। সেখানে বলা হয়েছে, ভারতের তিন প্রতিবেশী দেশ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের বিরোধিতায় এখন বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের মতে, ভারতে নাগরিকত্ব অর্জন বা অস্বীকার করার জন্য ধর্ম কারণ হতে পারে না। এই নাগরিকত্ব আইনটি সর্বাত্মক অসাংবিধানিক।