গত মাসের শেষের দিকে সিএএ বিরোধী মিছিলে গুলিচালনার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের জলঙ্গি। ২৯ জানুয়ারির সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যুও হয়। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধীরা। বারবার শাসকদলের সামনে প্রশ্ন ওঠে, জলঙ্গিতে কে গুলি চালাল? দুষ্কৃতীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সরকার? শুক্রবার বিধানসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একই প্রশ্ন তোলেন বাম পরিষদীয় নেতা তথা যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী। এরপরই সুজনকে পাল্টা দেন মমতা। জলঙ্গির এই ঘটনার জন্য বামেদেরই কাঠগড়ায় দাঁড় করান মুখ্যমন্ত্রী।
এদিন বিধানসভায় মমতাকে সুজন চক্রবর্তী প্রশ্ন করেন, জলঙ্গিতে কে গুলি চালাল? কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তার উত্তরে মমতা বলেন, ‘কথায় কথায় তো আপনারা বনধের ডাক দেন। সরস্বতী পুজোয় কেন বনধ ডেকেছিলেন? পুজোর দিন বনধ ডাকছেন। আপনারা সাম্প্রদায়িক কার্ড খেলছেন। দুর্গাপুজোর দিন বনধ ডাকলে কেউ মেনে নেবে? ইদের দিন বনধ ডাকলে কেউ মেনে নেবে?’ তারপরেই সুজনবাবু বলেন, গুলিটা তাহলে কে করল? তাতে মমতা আরও রেগে গিয়ে বলেন, ‘আপনারা করেছেন। সব কিছুর জন্য আপনারাই দায়ী।’
বিরোধীদের এই অভিযোগের পরে রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমাদের এক জন কর্মীও গুলিবিদ্ধ হয়েছে। তৃণমূল কেন গুলি চালাতে যাবে? দেখতে হবে, এর পিছনে কারা আছে। কারা আন্দোলন ভেস্তে দিতে চাইছে? প্রশাসন তদন্ত করবে।’ কিন্তু এই ঘটনার এতদিন পরেও মূল অভিযুক্ত ধরা পড়েনি। তাই বারবার বিরোধীরা এই বিষয়ে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করছেন। সেই ইস্যুতেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধীদের অভিযোগেরই পাল্টা জবাব দিলেন।