অর্থ পরিশোধ না করায় টেলি সংস্থাগুলিকে আবারও তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সমস্ত বকেয়া ৩ মাসের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত কিন্তু সেই নির্দেশ কেন এখনও মানা হয়নি সে বিষয়ে জানতে টেলি সংস্থাগুলির কর্তাদেরও তলব করা হয় এবং রায় পুনর্বিবেচনার আবেদন খারিজও করে সুপ্রিম কোর্টের।
আদালত জানায়, ‘আপনারা যদি কঠোর ব্যবস্থা না নিতে চান তাহলে আমরাও কঠোর আদেশ দিতে চাই না। তেমন হলে তো সরকারের তরফ থেকে বকেয়া আদায়ের বিষয়ে এই আবেদনটি দায়ের করাই উচিত ছিল না। দেশে কোনও আইন নেই? আমরা অত্যন্ত ব্যথিত। আমার মনে হয় আদালতের এ বিষয়ে কাজ করাই উচিত নয়’।
টেলিকম বিভাগ জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতী এয়ারটেলের প্রায় ২৩,০০০ কোটি টাকা, ভোডাফোন আইডিয়া ১৯,৮২৩ কোটি টাকা এবং রিলায়েন্স কমিউনিকেশনসের ১৬,৪৫৬ কোটি টাকা ঋণ রয়েছে। হাজার হাজার কোটি টাকার বকেয়া পাশাপাশি পাওনা আদায় করতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় কেন্দ্রীয় সরকারকেও তিরস্কার করল শীর্ষ আদালত।
কোনও সংস্থাই বহু বছর ধরে কোনও টাকা জমা দেয়নি। তাদের অন্তত কিছু বকেয়া টাকা জমা করা উচিত ছিল এমনটাই বলে আদালত। বকেয়া মেটানো নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করে ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং টাটা টেলিসার্ভিসেস সহ অন্যান্য টেলিকম সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
টেলি সংস্থাগুলির বকেয়া ৯২ হাজার কোটি টাকা মেটানোর নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। এই বকেয়া মেটানোর শেষ তারিখ ছিল গত ২৩ জানুয়ারি। সেই সময় আরও পিছিয়ে দেওয়ারই আবেদন করে টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো।