শুধু মোদী বা অমিত শাহের মুখ দেখিয়ে নির্বাচন জেতা যায় না। বঙ্গ বিজেপিকে আগে থেকেই সাবধান করে দিলেন বিজেপির রাজসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। দিল্লী নির্বাচনের পরে টুইটারে তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে দিল্লী নির্বাচন থেকে ঠিক কী কী শিক্ষা নেওয়া উচিত বিজেপির, সেবিষয়েই কথা বলেছেন তিনি।
বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ওই টুইটে লিখেছেন, ‘১) আদর্শগত ইস্যুর পরিবর্ত হিসেবে উন্নয়নমূলক কাজে গুরুত্ব দিতে হবে। ২) শুধু ভোটের আগে নয়, বছরভর মহল্লায় মহল্লায় দলের ইউনিট গড়ে প্রচারকাজ চালাতে হবে। ৩) অবশ্যই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা উচিত। শুধু মোদী, অমিত শাহ-র মুখ দেখিয়ে নির্বাচন জেতা যায় না।’
আগামী ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। বিগত বেশ কয়েকটি নির্বাচনে বিজেপির হারের পর বাংলার নির্বাচন নিয়ে বেশ চাপে আছে বিজেপি। বলা বাহুল্য, শাসকদল তৃণমূলের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে বিজেপি। সেই দিকেই ইঙ্গিত করেছেন বিজেপি সাংসদ। এর আগে বিজেপির বঙ্গ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতা চন্দ্র বসুও। রাজ্যে বিজেপির কোনও মুখ নেই। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির অন্দরে গোলমাল রয়েছে। সেটা বিভিন্ন নেতৃত্বের ভাষণেই প্রকাশ পায়। স্বপন দাশগুপ্ত বলছেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা উচিত! রাজ্যে কে বিজেপির মুখ, সেই নিয়েই তো দ্বন্দ্ব!