ডেঙ্গু রুখতে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নজিরবিহীনভাবে ডেঙ্গু সচেতনতা বাড়াতে স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে নয়া বিষয়৷ বৃহস্পতিবার দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে স্কুলপাঠ্যে ঐচ্ছিক বিষয় হিসাবে ডেঙ্গু সচেতনতা বিষয়ে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
দপ্তর ধরে ধরে কাজের খতিয়ান পর্যবেক্ষণ করতে গিয়ে ডেঙ্গুর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে ডেঙ্গু রুখতে বেশ কিছু প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী৷ সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ডেঙ্গু নিয়ে এবার নামতে হবে৷ মার্চ থেকেই৷ এটা ফেব্রুয়ারি হল৷ ফেব্রুয়ারি থেকেই পুরসভা, পঞ্চায়েতগুলিতে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় জেলায় জেলায় মিটিং করতে হবে৷ সেখানে ডেঙ্গু নিয়ে বা রোগ রুখতে কী কী কাজ করার প্রয়োজন? সেই সংক্রান্ত একটি সচেতনতামূলক ব্যবস্থা করতে হবে৷’
এরপরই সরকারি আধিকারিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আর একটা কথা৷ তোমরা এই বিষয়ে স্কুলগুলিকে যুক্ত কর৷ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় স্কুলগুলিতে যদি তাদের একটা বয়ান লিখে দাও, তাহলে ছাত্ররা আরও ১০ জনকে বলে পারে৷ তারাও উৎসাহিত হবে৷ এবং ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাঠ্যসূচিতে ঐচ্ছিক বিষয় হিসাবে রেখে দেবে৷ তাহলে সচেতন হবে৷’