গেরুয়া শিবিরের হাতে ক্ষমতা যাতে না যায় তার জন্যই নাকি কলেজের ছাত্র সংসদের নির্বাচন করানো হচ্ছে না। ছাত্র সংসদের ভোট হলে গেরুয়ার দাপটে নাকি টিকতেই পারবে না শাসক দল। এতো মন্তব্য, বক্তব্যের পর বাজার গরম করা গেরুয়া শিবিরের নেতারা ডেন্টাল কলেজের ভোটের সময়ে খুঁজেই পেলেন না প্রার্থী। কার্যত বিজেপির মুখে চুন কালি লেপে দিয়ে বাংলার বিখ্যাত, ডক্টর আর ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদের নির্বাচনে জয়ী হল তৃণমূল ছাত্র সংগঠন।
ছাত্র সংসদের নির্বাচনে এবার ১৪টি আসনের মধ্যে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আগেই সংসদ কার্যত দখল করে নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাকি চার আসনে দুই বাম দল ও তৃণমূল লড়াই করছিল। বুধবার ছিল সেই ভোট। প্রায় আড়াইশোরও বেশি ছাত্রছাত্রী এবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
বাংলায় বারবার বাম শিবির ছেড়ে রামের আশ্রয়ে যাওয়ার খবর যখন বারবার সংবাদে উঠে এসেছে তখনই ডেন্টাল কলেজে এসএফআই ও ডিএসও প্রার্থী খুঁজে পেলেও এবিভিপি প্রার্থী হওয়ার জন্য কাউকে খুঁজেই পায়নি। প্রশ্ন উঠছে, তাহলে কি বাম ভোট রামে যাওয়ার প্রবণতা কি আটকে গেল বাংলায়? তাহলে কিন্তু বাংলায় গেরুয়া শিবিরের শিয়রে শমন।