সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আসামের চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশ করে ওয়েবসাইটে দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গত আগস্ট মাসে প্রকাশ করা সেই তালিকা হঠাতই গায়েবই হয়ে যায় এনআরসি সাইট থেকে। তবে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্রের তরফে ‘যান্ত্রিক ত্রুটি’ আখ্যা দেওয়া এবং নতুন কো-অর্ডিনেটরের আশ্বাসের পরেও প্রকল্পের পরিষেবার দায়িত্বে থাকা উইপ্রো-র দেওয়া তথ্যে নতুন করে আতঙ্ক, উদ্বেগ তৈরি হয়েছে।
উইপ্রো সংবাদ সংস্থাকে এক ই-মেলের জবাবে জানিয়েছে, এনআরসি কর্তৃপক্ষের সঙ্গে তাদের পরিষেবা সংক্রান্ত চুক্তি গত অক্টোবরে শেষ হয়েছে। এনআরসি কর্তৃপক্ষ তা পুনর্নবীকরণ করেনি। জানুয়ারি পর্যন্ত তারা পরিষেবা দিয়ে অবশেষে তা বন্ধ করেছে। যদিও এনআরসি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, উদ্বেগের কিছু নেই। সব তথ্য সার্ভারে রয়েছে। সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। ওয়েবসাইটে তথ্য ফেরানোর বিষয়ে যা করণীয় তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক সূত্রও জানিয়েছে, সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হবে।
উল্লেখ্য, গতকালই এনআরসি ওয়েবসাইট ফাঁকা হয়ে যায়। কেউই কোনও তথ্য, বা পূর্ণাঙ্গ তালিকা সেখানে না পাওয়ায় আতঙ্ক তৈরি হয় আসাম জুড়ে। গুজব রটে, সরকার এই তালিকাকে মান্যতা না দিয়ে তা উড়িয়ে দিয়েছে। নতুন কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা জানান, সব তথ্য নিরাপদেই আছে। উইপ্রোকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। এরপরেই উইপ্রোর তরফে জানানো হয়, চুক্তি পুনর্নবীকরণ হলেই এই ক্লাউড পরিষেবা তারা দেবে।