সিএএ বিরোধী প্রতিবাদে শামিল হয়েছে গোটা দেশ। বাংলার মানুষও শামিল এই প্রতিবাদ মিছিলে৷ শুধু তারাই নন, রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পীরাও যোগ দিয়েছিলেন এই মিছিলে। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে গান্ধীমূর্তির পাদদেশে এক কর্মশালায় সিএএর বিরুদ্ধে ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রীসহ ৪৫ জন শিল্পী। সেই ছবিগুলিই সাধারণের সামনে তুলে ধরার লক্ষ্যে বুধবার থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে শুরু হল মুক্ত প্রদর্শনী।
বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতির পাশপাশি শিল্পে, সাহিত্যেও তার অবদান বার বার রেখেছেন। তাঁর হাজারো ব্যস্ততার মধ্যে রাজ্যের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে তিনিও রং, তুলি হাতে নিয়েছেন। এনআরসি, সিএএ এবং এনপিআরের বিরুদ্ধে পথে নেমেছেন। ছবিও এঁকেছেন। তাঁর আঁকা ছবি ছাড়াও শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, ইশা মহম্মদ, ভবতোষ সুতার প্রমুখ শিল্পী এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত ২৮ জানুয়ারি গান্ধীমূর্তির পাদদেশে কর্মশালায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেশাদার শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও ছবি এঁকেছিলেন। কর্মশালার উদ্যোক্তা শুভাপ্রসন্নকে সেই ছবিগুলি সাধারণের সামনে তুলে ধরার জন্য পরিকল্পনা করতে বলেছিলেন মমতা। সেই অনুসারে এদিন থেকে প্রদর্শনী শুরু হল।
এই অনুষ্ঠানে শুভাপ্রসন্নসহ তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তৃণমূলের রাজ্যসভার সদস্য দোলা সেন প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীসহ রাজ্যের শিল্পীমহলের এই উদ্যোগকে স্বাগত জানান রুদ্রপ্রসাদ। তিনি বলেন, দেশে এখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও সাধারণ মানুষ প্রতিবাদ করছে। এবার শিল্পীরা তাঁদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন।