দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি-ই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই আবার বুধবার দিল্লীর একটি অনুষ্ঠানে হাজির হয়ে বললেন, দেশকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া খুব একটা সহজ নয়। যার মাধ্যমে ঘুরিয়ে দেশের বর্তমান মন্দার কথাই মোদী স্বীকার করে নিয়েছেন বলে অভিমত বিশেষজ্ঞদের।
তবে মোদী জানিয়েছেন, এমনটা করা মোটেই অসম্ভব না। এই সাফল্য অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘বর্তমানে ভারতের অর্থনীতি থ্রি ট্রিলিয়ন ডলারে রয়েছে।’ প্রসঙ্গত, মোদী যখন ভারতের অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তখন বিরোধীরা কম কটাক্ষ করেননি। এদিনের অনুষ্ঠানে পাল্টা বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘আপনারা কোনওদিন শুনেছেন, দেশের অর্থনীতিকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার করে তোলা আমাদের লক্ষ্য ছিল? না, কোনওদিন এ কথা শোনা যায়নি। আমরা ৭০ বছরে প্রথমবার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পেরেছি।’
এরপরই মোদীকে বলতে শোনা যায়, ‘ভারতীয় অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া সহজ নয়, তবে সম্ভব।’ প্রধানমন্ত্রী বলেন, আগে কেউ প্রশ্ন করত না, কেন এত দেরি লাগছে। আর কেউ উত্তরও দেয়নি। এবার টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। সেই টার্গেটে পৌঁছতে সব ধরনের চেষ্টা করা হবে। মোদীর কথায়, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির লক্ষ্যপূরণ করার জন্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। সেটা করতে ভারত ইতিমধ্যেই নানা সিদ্ধান্ত নিয়েছে বলে জানা তিনি।