ট্রাম্প আসবেন৷ গরীব ভারতের চেহারাটা আমেরিকার প্রেসিডেন্টের সামনে তুলে ধরা যাবে না৷ তাই আগেভাগেই বস্তি এলাকা পাঁচিলে ঘিরে দিচ্ছে আহমেদাবাদ প্রশাসন৷
সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রয়েছে প্রায় ৫০০ কাঁচা বাড়ির বস্তি এলাকা৷ সেখানে বসবাস করেন আড়াই হাজারের মতো মানুষ৷ আর সেই গোটা এলাকাটাই ৬-৭ ফুট উঁচু পাঁচিলে ঢেকে দেওয়ার বন্দোবস্ত করছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন৷ কারণ, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ ফেব্রুয়ারি এই রাস্তা দিয়েই রোড শো করবেন৷ এই রাস্তাই আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত গিয়েছে৷ তাই সেখানে দারিদ্র্যের চিহ্ন ঢেকে দিতে চাইছে প্রশাসন৷ সেই বাকি রাস্তাতেও গাছ লাগিয়ে হাল ফেরাতে চেষ্টা করছে প্রশাসন৷
এই প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘৬-৭ ফুট উঁচু পাঁচিল দিয়ে গোটা বস্তি এলাকা ঘিরে ফেলা হবে৷ তারপরের রাস্তাটা গাছ লাগিয়ে ঢেকে ফেলে হবে৷ কিন্তু এই ক’দিনে তো গাছ বড় হবে না৷ তাই পূর্ণদৈর্ঘ্যের পাম গাছ পোঁতা হবে ওই রাস্তায়৷ বিদেশি অতিথি এলে এরকম জোড়াতালি দেওয়া কাজের উদাহরণ এই প্রথম নয়। এর আগে যখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এসেছিলেন, তখনও একই কাণ্ড করেছিল গুজরাত প্রশাসন৷ মোদী ট্রাম্পের রোড শো হওয়ার কথা বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত৷ সেই জন্য গুজরাত রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলিকে বলা হয়েছে, কম করে ২৫ হাজার ছাত্রছাত্রী নিয়ে পথের ধারে উপস্থিত থাকতে৷ একই নির্দেশ দেওয়া হয়েছে গুজরাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও৷ এক হাজার শিক্ষককেও এইদিন উপস্থিত থাকার ফরমান জারি করা হয়েছে৷