বেনামী এবং বেআইনি ঋণ দেওয়ার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও ভাটপাড়া থানার পুলিশ যৌথ ভাবে তল্লাশি চালালো ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে। বুধবার রাত ২টো পর্যন্ত প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর আজ ভোররাতে ব্যাঙ্কের বেশ কিছু নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। যদিও এই ব্যাপারে পুলিশ মুখ খুলতে চায়নি এবং ছবি তুলতেও বাধা দেয়।
তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশের এমন তল্লাশির কাজে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, পুলিশের এই অযথা তল্লাশিতে তাদের ব্যাঙ্কের গুড উইল নষ্ট হয়েছে। আর এভাবে ব্যাঙ্কের ভেতর আমানতকারী এবং গ্রাহকদের নথি ঘাটাঘাটি করা পুলিশের এক্তিয়ারভুক্ত নয় বলে জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও হুমকি দিয়েছেন।
তবে গ্রাহকেরা যাতে চিন্তায় না পড়েন, তার জন্য প্রতিটি গ্রাহকের কাছে আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সূত্রের খবর, ভাটপাড়া তৃণমূলের পর্যবেক্ষক সোমনাথ শ্যাম ভাটপাড়া থানায় অভিযোগ করেন। সূত্রের খবর, অভিযোগপত্রে সোমনাথ শ্যাম ব্যাঙ্কের চেয়ারম্যান তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের নামে দুর্নীতির অভিযোগ করেন।
জানা গেছে, সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালায় পুলিশ। এদিকে, এই তল্লাশির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাদের দাবি, অর্জুন সিং চেয়ারম্যান থাকাকালীন কোনও দুর্নীতি হয়নি। পুলিশ কাগজ নিয়ে গিয়েও কিছু বের করতে পারবে না। তাদের অভিযোগ, কোনও নোটিশ ছাড়াই এই তল্লাশি অভিযান চলেছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘দুর্নীতির অভিযোগ পেতেই তল্লাশি চালানো হয়েছিল ব্যাঙ্কে।’