পিরের মেলা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক সেরে ফেরার পথে মঙ্গলবার রাতে আক্রান্ত হলেন আসানসোল পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর স্বামী। কারা কেন এই হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন কাউন্সিলরের স্বামী গোপাল সিং। তাঁর ডান হাতে আঘাত লেগেছে।
অভিযোগ, ইস্ট কলেজপাড়া লাগোয়া এলাকা দিয়ে যখন তাঁরা যাচ্ছিলেন তখন অন্ধকারে জনাকয়েক লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদেরই একজন চড়াও হয় দম্পতির উপরে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাতে গোপাল সিংয়ের ডান হাতের আঙুলে আঘাত লাগে। তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। তাঁর ডান হাতের আঙুলে আঘাত লেগেছে।
আসানসোল পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডটি রানিগঞ্জে। এখানে একটি পিরের মাজারে কিছুদিন পরে মেলা বসবে। সেই মেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার রাতে ফিরছিলেন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা সিং ও তাঁর স্বামী গোপাল সিং।তাঁদের ওপর এই হামলার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। রানিগঞ্জ থানাতেও খবর দেওয়া হয়। পরে পুলিশে নিয়মমাফিক অভিযোগ করা হয় কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকে।