শুরু থেকেই কড়া হাতে সিএএ বিরোধী আন্দোলন দমন করে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার এই আন্দোলনে সামিল হওয়ার কারণে ১১ জন ব্যক্তিকে ৫০ লক্ষ টাকার পিস বন্ডে (হিংসা না করার বন্ড) সই করার নির্দেশ দিয়েছে রাজ্যের সম্বল জেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে নাকাশা থানা এলাকায়।
ওই এলাকায় সিএএ বিরোধী মিছিলে অংশ নেওয়া ও হিংসা ছড়ানোর জন্য ১১জন ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ। তাদের বিরুদ্ধে সিআরপিসি’র ১১১ ধারা অনুযায়ী (হিংসা ছড়ানোয় অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা) একটি নোটিস পাঠায় জেলা প্রশাসন। সেই অনুযায়ী, হিংসা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত সকলকে ৫০ লক্ষ টাকার আলাদা আলাদা পিস বন্ডে সই করে মুচলেকা দিতে হবে যে তারা ভবিষ্যতে আর কোনও হিংসাত্মক কার্যকলাপ করবে না।
নাকাশার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রাজেশ কুমার জানান, ‘পুলিশের রিপোর্ট অনুযায়ী ১১জন ব্যক্তির বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকার পিস বন্ডে সই করার নির্দেশ দেওয়া হয়েছে।’
পুলিশের রিপোর্ট অনুযায়ী, গত মাসে নাকাশা থানা এলাকার হুসেইনা বাগে প্রায় ৫০০ মহিলা প্রতিবাদ দেখানো শুরু করেন। পুলিশ ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আইপিসি ১৮৮ ধারা ও ৫০৫ ধারা অনুযায়ী এফআইআর রুজু করেছে। যদিও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে এই সম্বলেই সিএএ বিরোধী আন্দোলনে দুজন মানুষের মৃত্যু হয়, আহত হন বহু।