এক সময়ে ফুটবল মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে বর্তমানে বয়সের ভারে তিনি ন্যুব্জ। শারীরিক সমস্যায় এখন জেরবার কিংবদন্তি ফুটবলার পেলে। ব্রাজিলীয় স্টার বর্তমানে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না। তাই হতাশায় ভুগছেন তিনি। সেই কারণে বাড়ি থেকে বেরনোও প্রায় বন্ধ করে দিয়েছেন। একটি সাক্ষাত্কারে এমনই দাবি করলেন পেলের পুত্র।
খেলা সংক্রান্ত একটি সাইটে সাক্ষাত্কার দিয়েছেন পেলের ছেলে এডিনহো। সেখানেই তাঁর ৭৯ বছর বয়সি বাবার কথা জানাতে গিয়ে তিনি বললেন, ‘তাঁর চলাফেরা করা বেশ কষ্টকর। আর সেই কারণেই তিনি হতাশায় ভুগছেন। একবার ভেবে দেখুন, তিনিই সেই রাজা। এমন চেহারা ও ব্যক্তিত্বের একজন মানুষ এখন ঠিকমতো হাঁটতেও পারছেন না। এই কারণে তিনি খুবই ব্যথিত।’
নানা শারীরিক সমস্যার কারণে অনেকবার হাসপাতাল যেতে হয়েছে পেলেকে। এডিনহোর কথায়, ‘ক’দিন আগেও তাঁকে হুইলচেয়ারেই থাকতে হত। তার থেকে এখন একটু ভালো আছেন। তবু তিনি এখনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।’ গত বছর এপ্রিলে ফরাসি স্টার কিলিয়ান এমবাপের হয়ে প্রচারের জন্য প্যারিসে গিয়েছিলেন তিনি। কিন্তু তার কিছুদিন পরই কিডনির সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। ২০১৪ সালে মূত্রথলিতে গুরুতর সংক্রমণ নিয়ে ইনটেনসিভ কেয়ারেও ভর্তি ছিলেন তিনি। সেইসময় তাঁকে ডায়ালিসিসও করাতে হত।