তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দাপট দেখাল নিউজিল্যান্ড। ৩-০-এ ওয়ানডে সিরিজ জিতে কিউয়িরা টি টোয়েন্টিতে ভারতকে হারিয়ে তাদের হারের বদলা নিল। ওয়ানডে সিরিজ আগেই হেরে গিয়েছিল ভারত। মঙ্গলবারের মাউন্ট মাউঙ্গানুইয়ের শেষ ওয়ানডে ম্যাচ ভারতের কাছে ছিল সম্মানরক্ষার। সেই ম্যাচেও ভারতকে পাঁচ উইকেটে হারতে হল।
৪৭.১ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। গ্র্যান্ডহোম ২৮ বলে ৫৮ ও ল্যাথাম ৩২ করে অপরাজিত থাকেন। তার সঙ্গেই সিরিজ হোয়াইটওয়াশ সম্পূর্ণ করে নিউজিল্যান্ড। এই প্রথম কোনও সিরিজে এত লজ্জাজনকভাবে হারতে হল বিরাটদের।
এদিন ২৯৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। বেশি আক্রমণাত্মক ছিলেন গাপটিল। বড় শট খেলছিলেন। দুই ওপেনার মিলে সেঞ্চুরি পার্টনারশিপ করেন। এই পার্টনারশিপেই ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যায় কোহলিদের।
৬৬ রান করে চাহালের শিকার হন গাপটিল। ওয়ান ডে সিরিজে প্রথমবারের জন্য ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন। শুরুটা ভাল করলেও ২২ রানের মাথায় ফের চাহালের বলে আউট হন নিউজিল্যান্ডের অধিনায়ক। ১২ রান করে আউট হন আগের দুই ওয়ান ডে’র হিরো রস টেলর। ৮০ রানের মাথায় নিকোলসও নিজের উইকেট দিয়ে বসেন। চাহালের বলে ১৯ রানের মাথায় নিশাম আউট হতে ম্যাচে কিছুটা ফেরে ভারত। কিন্তু তারপরেও শেষ রক্ষা হল না। তিনটে ম্যাচেই হারতে হল বিরাটদের। কোহলির অধিনায়কত্বে এই প্রথম কোনও সিরিজ একটাও ম্যাচ না জিতে হারতে হল ভারতকে।