কংগ্রেসের তরুণতুর্কি নেতা হার্দিক প্যাটেল নিখোঁজ। তাঁর কোনও হদিশ মিলছে না বলে জানান তাঁর স্ত্রী কিঞ্জল। গত ২৪ জানুয়ারি জেল থেকে ছাড়া পেলেও হার্দিক ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি ফেরেননি। তাহলে তিনি কোথায়? ২৪ জানুয়ারির পর থেকে কথা হয়নি, মুখোমুখি দেখাও হয়নি। এমনটাই জানিয়েছেন কিঞ্জল।
হার্দিক প্যাটেলের নিখোঁজ হওয়ার পেছনে যে সরকারি হাত রয়েছে বলে মনে করেন তাঁর স্ত্রী। তিনি বলেন, “আমার স্বামীকে একাধিক মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়। একবার জেল থেকে বেরোলে, অন্য মামলায় ফের গ্রেফতার করা হয়েছে। এটা তো হেনস্থা। অসময়েও বাড়িতে পুলিশ হানা দিচ্ছে”। এবিষয়ে কংগ্রেসের অভিযোগ, গুজরাত পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করছে।
প্রসঙ্গত, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে। গুজরাতের আমেদাবাদ জেলার ভিরামগাম থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ২০১৫ সালের একটি রাষ্ট্রদ্রোহ মামলার শুনানিতে গুজরাতের একটি নিম্নবর্তী আদালতে হাজিরা দেননি পতিদার আন্দোলনের এই নেতা। সে জন্য তাঁর বিরুদ্ধে জমিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। এবং সেদিনই কিছু ঘণ্টার মধ্যে হার্দিককে গ্রেফতার করা হয়।