“এই জয় দিল্লিবাসীর জয়। আমি দিল্লিবাসীকে ভালবাসি।”বিধানসভা নির্বাচনের ফলাফল পরিষ্কার হওয়ার পরেই কর্মী সমর্থকদের সামনে এলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।এবং এর মাত্র কয়েক ঘণ্টা পরেই জানা গেল, ভ্যালেন্টাইন্স ডে’র দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ২০২০ তে তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন কেজরি।
ভোটের কয়েক মাস আগে রাজধানীর জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। ফ্রিতে ২০০ ইউনিট বিদ্যুৎ, বিনামূল্য জল, উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের মত প্রকল্প চালু করেছেন কেজরি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আপ প্রধানের এই প্রকল্পের ফল ভোটের উপর পড়েছে। নিম্নবিত্ত জনসাধারণ আরও বেশি করে ভোট দিয়েছে আপকে। এমনকি বিজেপিও বলেছে, আপের জেতার অন্যতম প্রধান কারণ জীবনধারণের এই সব সুযোগ-সুবিধা চালু।
ভোটের পরিণাম স্পষ্ট হতেই তাই মানুষের সামনে সেই আবেগ মেলে ধরলেন দিল্লীর তৃতীয় বারের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তিনি মানুষের ভালবাসা আপের সঙ্গে ছিল। আর তাই বিরোধীরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারেনি। উন্নয়নের পক্ষে, আদর্শ প্রশাসনের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছে মানুষ। এই ভালবাসার মান রাখতেই হয়তো ভালবাসার দিনকেই নিজের শপথের দিন হিসেবে ঠিক করলেন কেজরি। রাজধানীর মানুষদের ভালবাসা নিয়ে হাজির হয়ে নিজের তৃতীয় ইনিংস শুরু করবেন কেজরিওয়াল।