জয় নিশ্চিত হতেই আপ নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে মোটামুটি নিশ্চিত, ক্ষমতায় ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ ভোট শেয়ারেও এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আপ৷ দিল্লিতে এখনও পর্যন্ত আপ ভোট পেয়েছে প্রায় ৫২ শতাংশ৷ এই ফলাফল সামনে আসতেই কেজরিওয়ালকে ফোন করে শুভেচ্ছা জানান মমতা। সূত্রের খবর, তৃণমূল নেত্রী কেজরিওয়ালকে বলেন, ‘গণতন্ত্রের জয়। এই জয় সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী অন্দোলনকে আরও জোরদার করবে।’ কেজরিওয়াল মমতাকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করেন বলে জানা গেছে। যদিও শপথের দিন এখনও চূড়ান্ত হয়নি।
ফলের চূড়ান্ত ঘোষণা হতে এখনও কিছুটা সময় লাগবে। কিন্তু প্রবণতা সাফ। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দনের পরেই সারি দিয়ে অভিনন্দন বার্তা আসতে থাকে অরবিন্দ কেজরিওয়ালের কাছে। মমতার পরই তাঁকে ফোন করে অভিনন্দন জানান চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর, দিল্লীর ফলের বিশ্লেষণ করতে বিজেপি জরুরি বৈঠক ডাকতে পারে।