সাম্প্রতিককালে যে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সব জায়গাতেই হেরে গিয়েছে বিজেপি। মঙ্গলবার দিল্লি বিধানসভা ভোটে তৃতীয়বার আপের মসনদে ফেরার ইঙ্গিত পরিষ্কার হতেই বাঁকুড়ার একটি জনসভায় গিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লি বিধানসভার ফল দেখে নাম না করে বিজেপিকে রীতিমতো তুলোধনা করে মমতা বললেন, ‘মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে হারল। যেখানে নির্বাচন হয়েছে সেখানেই একেবারে ভোকাট্টা হয়ে গিয়েছে ওরা। মানুষ মাৎ দিয়ে দিয়েছে। বিজেপি স্টেট লেস হয়ে যাচ্ছে।’
রেল, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, বার্ন স্ট্যান্ডার্ডের মতো একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘ভারতের মতো দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছে।’ এবারের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে মমতার মন্তব্য, ‘বাজেট কী দিয়েছে? আমরা বরাদ্দ এক লক্ষ কোটি টাকার উপর পাব। তাও দেয় না।’ রাজ্য সরকারের কোষাগারে আর্থিক ঘাটতি থাকলেও রকমারি সরকারি প্রকল্পে রাজ্যবাসী লাভবান হচ্ছেন বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী।
এরপরই জঙ্গলমহলের আতঙ্কজনক পরিস্থিতি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তাঁর শ্লেষভরা মন্তব্য, ‘জঙ্গলমহলে রক্তের রাজনীতি করছে বিজেপি। বিজেপি ভোট নিল আর এনআরসি দিল। ভোট দিয়ে অধিকার কেড়ে নিয়েছে বিজেপি। বিজেপিকে শিক্ষা দেবে ২১–র বাংলা।’ লোকসভা ভোটে সিপিএম এবং কংগ্রেসের মিলিত ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল বলে এদিনও দাবি করেন মমতা। তৃণমূল যদি দুর্বল হয়ে যায় তাহলে ক্ষমতা দখল করে মানুষের অধিকার কেড়ে নেবে বিজেপি বলে জঙ্গলমহলের বাসিন্দাদের সতর্ক করে তাঁর হুঁশিয়ারি, ‘ওরা সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরবে।’