সবকটি বুথফেরত সমীক্ষাতেই মিলেছিল স্পষ্ট ইঙ্গিত। হুবহু সেই মতোই দিল্লীতে জয়ের পথে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই মুহূর্তে ফল গণনার কাজ চলছে পুরোদমে। কিন্তু ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে দিল্লীর চিত্র অনেকটাই পরিষ্কার। ফের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই দিল্লীর সিভিল লাইন্সে আম আদমি পার্টির সদর দফতরে ঢাক-ঢোল বাজতে শুরু করে দিয়েছে। চলছে আবির খেলা।
যদিও দিল্লী ভোটের ফল নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্যই আসেনি কোনও শিবির থেকে। মুখ বন্ধ কেজরিওয়ালের, তেমনই মুখে কুলুপ এঁটেছেন মনোজ তিওয়ারিরা। তবে তিনি চুপ নেই। প্রাথমিক ফল সাফ হতেই টুইট করলেন আম আদমি পার্টির ভোট কুশলী প্রশান্ত কিশোর। বেলা বারোটা নাগাদ একটি টুইট করে দেশের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লীবাসীকে ধন্যবাদ জানান পিকে।