শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর রমা নাথ আত্মঘাতী হলেন। আজ সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ হুগলির শ্রীরামপুর স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই এলাকায় শাসক দলের সক্রিয় নেত্রী হিসাবেই পরিচিত তিনি।
পুলিশ প্ল্যাটফর্মের দোকানদার এবং যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছে, অনেক ক্ষণ ধরেই ওই স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন রমা নাথ। তারপর ডাউন শেওড়াফুলি লোকাল প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনের প্রথম মহিলা কম্পার্টমেন্ট যেখানে এসে দাঁড়ায় সেখানে তিনি পৌঁছন। তারপর কেউ কিছু বোঝার আগেই ট্রেনের সামনে ঝাঁপ দেন। ট্রেনের মোটর ম্যানও কোনও সুযোগ পাননি ট্রেন থামানোর।
তার ছিন্ন দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন পুরসভার বিভিন্ন কাউন্সিলর এবং শাসক দলের বিভিন্ন নেতানেত্রী। পুলিশের এক তদন্তকারী আধিকারিক বলেন, “এখনও কোনও সুইসাইড নোট আমরা পাইনি। আমরা রমা নাথের বাড়িতেও তল্লাশি করব। পরিবারের সদস্যদের সঙ্গেও এখনও কথা বলা যায়নি। তাঁদের সঙ্গে কথা বললে বোঝা যাবে কোনও পারিবারিক অশান্তি বা শারীরিক অসুস্থতা ছিল কি না?”