যোগীরাজ্যে মহিলাদের যে এতটুকু নিরাপত্তা নেই তা ক্রমাগত সামনে আসা ধর্ষণ, শ্লীলতাহানি, খুন ইত্যাদির মত ঘটনা গুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে যোগীরাজ্যে যে নিরাপদ না বালক বা পুরুষরাও এবার সামনে এল সেই কথা। উত্তরপ্রদেশে এক ১০ বছরের বালককে ধর্ষণ করা হল, ঘটনার সঙ্গে নাম জড়াল এক বিজেপি নেতার!
মুজফফরনগর জেলার ভোপা থানা এলাকায় ক্রিকেট ব্যাট দেওয়ার লোভ দেখিয়ে সাঁঝবেলায় এক বালককে ফাঁকা মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই লেগেছে রাজনীতির রঙ। অভিযোগ, যে যুবক এই ঘটনা ঘটিয়েছে সে সক্রিয় বিজেপি কর্মী আর যে বালকের সঙ্গে এই ঘটনা ঘটেছ সে দলিত পরিবারের সদস্য।
রবিবার সন্ধ্যাবেলায় ভোপা থানার ওই গ্রামে ১০ বছরের এক বালককে ক্রিকেটের ব্যাট দেবে বলে তাকে ফাঁকা মাঠে ডেকে নিয়ে যায় স্থানীয় এক বিজেপি কর্মী। এরপর সেই মাঠেই ওই বালকের হাত-পা মুখ বেঁধে তাকে ধর্ষণ করে ওই যুবক। এমনকি ওই বালককে বাধ্য করা হয় যুবকটির বীর্যপান করতেও। এরপর যুবকটি তাকে ছেড়ে দিলে বালকটি কোনও ভাবে বাড়িতে ফিরে আসে। ধর্ষণের জেরে রাত থেকেই ওই বালকের মলদ্বারে যন্ত্রণা শুরু হওয়ার পাশাপাশি রক্তক্ষরণও শুরু হয়। তাতেই ওই বালকের বাড়ির লোকেরা তাকে চেপে ধরলে সে সব কিছু জানিয়ে দেয়।
সোমবার সকালেই এই বিষয়ে ভোপা থানায় ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও এখনও পর্যন্ত ওই বিজেপি কর্মী গ্রেফতার হয়নি। যে বালকের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার পরিবার দলিত। তাই ঘটনাটির জেরে ইতিমধ্যেই রাজনীতির চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। পুলিশ নির্যাতিত বালকটিকে হাসপাতালে পাঠিয়েছে শারীরিক পরীক্ষার জন্য। পুলিশের বক্তব্য, শারীরিক পরীক্ষায় ধর্ষণ বা যৌন নিগ্রহের প্রমাণ মিললে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হবে। যদিও নিগৃহীত বালকের পরিবারের দাবি, অভিযুক্তকে গা ঢাকা দেওয়ার সুযোগ করে দিতেই তাকে গ্রেফতার করেনি পুলিশ।