রাজ্যে কর্মসংস্থান বাড়াতে এবার নতুন প্রকল্প ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সোমবার রাজ্য বাজেটে নতুন ‘বাংলাশ্রী’ ও ‘কর্মসাথী’ প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পে ছোট শিল্প বা ব্যবসা করার জন্য রাজ্যে বেকার যুবকদের দু’লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে বলে ঘোষণা করা হল।
২০২১ সালে রাজ্যে বিধাসভা নির্বাচন। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে এদিন অনেক দরাজ ঘোষণা শোনা যায় অর্থমন্ত্রীর মুখে। তিনি বলেন, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ, এই ক্ষেত্র থেকেই সবচেয়ে বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। অর্থমন্ত্রী বলেন, ‘আমি এই ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে, আরও জোর দেওয়ার জন্য ১ এপ্রিল ২০২০ থেকে ‘বাংলাশ্রী’ নামে একটি নতুন উৎসাহ প্রকল্প চালু করার প্রস্তাব করছি।’ মন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে নতুন ক্ষুদ্রশিল্প স্থাপন ও কর্মসংস্থানের বিপুল সুযোগ সৃষ্টি হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দও করেন তিনি।
এছাড়াও রাজ্যের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে ‘কর্মসাথী’ নামে আরও একটি প্রকল্প এদিন ঘোষণা করেন অমিত মিত্র। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরে প্রতি বছর ১ লাখ করে যুবক-যুবতীর নিয়মিত আয়ের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পে সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দেওয়া হবে ২ লাখ টাকা পর্যন্ত। এই টাকা নিয়ে ছোট শিল্প বা ব্যবসা শুরু করতে হবে। এর জন্য অর্থমন্ত্রী ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।