দেশ জুড়ে সিএএ, এনআরসি নিয়ে বিক্ষোভ-আন্দোলন তীব্র।এই জনবিরোধী নিয়মের বিপক্ষে সরব হয়েছেন সকলে। আর যাঁরা প্রতিবেশী দেশ থেকে এসেছেন কিংবা যাঁদের জন্মের সার্টিফিকেট নেই, তাঁদের চিন্তাটা অন্য জায়গায়। কিন্তু এই পরিস্থিতিতে যদি শিশুর জন্ম সার্টিফিকেটে ‘পাকিস্তান’ বলে উল্লেখ থাকে? অবাক হচ্ছে? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে এই ঘটনা ঘটেছে।
আমেদাবাদের ভাদবা এলাকায় বসবাসকারি ওই পরিবার গোটা ঘটনার জন্য আমেদাবাদ পুরসভাকেই কাঠগড়ায় তুলেছে। কারণ, তাঁদের আঠারো মাসের সর্ব কনিষ্ঠ সদস্যের জন্য আহমেদাবাদ পুরসভার তরফ থেকে যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতেই পাকিস্তানের উল্লেখ। ঠিকানার জায়গায় উল্লেখ করা হয়েছে, ‘পাকিস্তান রেলওয়ে ক্রসিং’। কীভাবে এই লেখা সম্ভব তা বুঝে উঠতে পারছেন না কেউই। মুখে কুলুপ এঁটেছেন পুরসভার আধিকারিকরাও।
২০১৮ সালের ১ অক্টোবর মহম্মদ উজের খানের জন্ম। বাবা ও মা হলেন যথাক্রমে আরবাজ খান পাঠান এবং মহেকবানু পাঠান। পরিবারের বাস করে ভাদভা রেলওয়ে ক্রসিং-এর কাছেই চার মালিয়া সোসাইটিতে। শিশুটির পরিবারের সদস্যরা ৩ ফেব্রুয়ারি বার্থ সার্টিফিকেট হাতে পেয়েছেন। আর দেখে, পড়ে কার্যত হতবাক শিশুর পরিবার। সঙ্গে উপরি পাওনা অবশ্যই তীব্র মানসিক যন্ত্রণা। কারণ, শিশুর জন্মের সংশাপত্রে ‘ল্যান্ডমার্ক’ হিসেবে লেখা রয়েছে, ‘নিয়ার পাকিস্তান রেলওয়ে স্টেশন’। যেখানে মোদী অনুপ্রবেশকারী রুখতে এত মাথাব্যথা করছেন সেখানে স্বয়ং তাঁর গড়েই এরকম ঘটনা কি করে ঘটতে পারে, তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।