এয়ার ইন্ডিয়া, রেলের পর ভারতীয় জীবন বিমা নিগমে(এলআইসি) বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছে মোদী সরকার। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এবার এলআইসিতে কেন্দ্রের হাতে থাকা অংশীদারির একাংশ বিক্রি করবে সরকার। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এরই মধ্যে এবার রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়ায় (সেল) নিজেদের হাতে থাকা অংশীদারির আরও ৫ শতাংশ বিক্রি করতে কোমর বেঁধেছে সরকার। যা করা হবে বাজারে শেয়ার ছেড়ে।
কেন্দ্রের আশা, বর্তমানে সেল-এর শেয়ার দর অনুযায়ী, এর হাত ধরে রাজকোষে তোলা যাবে ১০০০ কোটি টাকা। উল্লেখ্য, শুক্রবার বাজার বন্ধের সময় বিএসই-তে সংস্থার একটি শেয়ারের দাম ছিল ৪৮.৬৫ টাকা। সরকারের লগ্নী সংক্রান্ত দফতরের (ডিআইপিএএম) এক আধিকারিক এবং ইস্পাত মন্ত্রক সূত্রের খবর, সেল-এর শেয়ার বিক্রির জন্য সিঙ্গাপুর ও হংকংয়ে রোড-শোর পরিকল্পনাও করা হয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণের ধাক্কায় হংকংয়ের রোড-শো আপাতত বাতিল হতে পারে।
উল্লেখ্য, সেল-এ কেন্দ্রের অংশীদারি এখন ৭৫ শতাংশ। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নিজেদের হাতে থাকা শেয়ারের ৫ শতাংশ বেচেছিল তারা। সংশ্লিষ্ট এক আধিকারিক বলেন, ‘বাজারে ফের শেয়ার ছেড়ে সেল-এর ৫ শতাংশ বিক্রি করতে চাইছি আমরা। তবে তার আগে রোড-শো করে লগ্নিকারীদের চাহিদা অনুমানের চেষ্টা হবে।’