রবিবার রাজ্যপাল জগদীপ ধনকড় সম্পর্কে কলকাতার মেয়র ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “প্রশাসনের বিরুদ্ধে মন্তব্য না করে রাজ্যপাল মানুষের ওপর ভরসা রাখুন”। বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই জনসভা হয়। ফিরহাদ বলেন, ‘রাজ্যপাল বিজেপি–র প্রতিনিধি হয়ে কথা বলছেন। রাজ্যপালের পদের গরিমা এতে নষ্ট হচ্ছে। আইন–শৃঙ্খলা নিয়ে রাজ্যপাল কোনও মন্তব্য করতে পারেন না। এটা সম্পূর্ণ প্রশাসনের বিষয়।’
সভায় ছিলেন স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধানসভার অধ্যক্ষ ও বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পুরসভার পুরপ্রধান শক্তি রায়চৌধুরি, উপ পুরপ্রধান গৌতম দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি কাননবালা দাস–সহ কাউন্সিলররা।
এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখার কথাও বলেন ফিরহাদ। তিনি বলেন, ‘হনুমানের লেজের মতো কিছু মানুষ নাচছে। রামের সেবা করতেন হনুমান। কিন্তু এরা সেই হনুমানের পূজারি নয়। এরা ভারতকে ভাগ করার চক্রান্ত করছে। ধর্মে–ধর্মে ভেদাভেদ করা হচ্ছে। আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলায় ধর্মের ভেদাভেদ করা যাবে না। এনআরসি হবে না।’