ঝিমোচ্ছে দেশের অর্থনীতি। সম্প্রটি হয়ে যাওয়া বাজেটও কোনও আশা দেখাতে পারেনি সাধারণ মানুষকে। যার জেরে মোদী সরকারের কড়া সমালোচনায় সরব বিরোধীরা। এসবেরই মাঝে আলটপকা মন্তব্য করে ফের খবরের শিরোনামে এলেন রাজস্থানের বিজেপি সাংসদ বীরেন্দ্র সিং। একটি জনসভায় বিজেপির সাংসদ বলেন, “ধুতি ও কুর্তার জায়গায় কোট ও জ্যাকেট পরছেন দেশের মানুষ। যদি দেশে আর্থিক মন্দা চলত তাহলে এধরণের জামা কাপড় আমরা কিনতে পারতাম না।”
‘দিল্লী আর বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে আর্থিক মন্দা নিয়ে। আর্থিক মন্দা থাকলে আমরা এখানে কুর্তা আর ধুতি পরতাম। কোট আর জ্যাকেট পরতাম না। আর্থিক মন্দা থাকলে আমরা জামা প্যান্ট কিনতাম না। ‘ এমনই দাবি বিজেপির এই নেতার।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আর্থিক মন্দার জেরে দেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকেছে। বিভিন্ন সেক্টরে অনবরত কর্মী ছাঁটাই হচ্ছে। নেই কোনও কর্মসংস্থানেক সুযোগ। হু হু করে দেশে বাড়ছে বেকারত্ব। সারা দেশে বর্তমানে যা বেকারত্বের হাল, তা গত ৪৫ বছরে দেখা যায়নি। দেশের আর্থিক মন্দা নিয়ে নিজের সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ সুব্রক্ষণম স্বামী। সম্প্রতি বাজেটে সরকার ঘোষণা করেছে, এলআইসির বেসরকারীকরণ করতে চায় কেন্দ্র। এরপরই বাজেট নিয়ে কড়া নিন্দায় সরব হয় বিরোধীরা।