নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পক্ষে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। তাঁকে হারাতে গেলে স্থানীয় বড় মুখ প্রয়োজন বিজেপির! এক বেসরকারি সংবাদমাধ্যমে দিল্লী নির্বাচনের এক্সিট পোল নিয়ে আলোচনার সময়ে অকপট স্বীকারোক্তি বিজেপি রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্তের।
এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে দিল্লী নির্বাচনের এক্সিট পোল নিয়ে আলোচনায় সময় বাংলার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ ওঠে। এক্সিট পোলে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে যে, বড় সংখ্যায় ফের দিল্লীর মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রত্যেকটি এক্সিট পোল বলছে এবারেও দিল্লী দখল করতে পারছে না বিজেপি। সেই প্রেক্ষিতেই স্বপন দাশগুপ্তকে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট বলেন, মোদী-শাহর দ্বারা সম্ভব না মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, বিজেপির স্থানীয় মুখ চাই বাংলায়। এই মন্তব্য করে কার্যত তিনি স্বীকার করে নেন যে, বাংলায় এখনও পর্যন্ত বিজেপির যে প্রচেষ্টা রয়েছে তৃণমূলকে ধরাশায়ী করার তাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির।
সাংসদের কথায়, জাতীয় নিরিখে বিজেপি অনেক পুরনো দল হলেও বাংলার রাজনৈতিক আঙ্গিকে বিজেপি অত্যন্ত নতুন একটি রাজনৈতিক দল। লোকসভা নির্বাচনে বিজেপি তাও ১৮টি আসন পেয়ে ক্ষমতা দেখিয়েছে, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ ওঠে তাহলে শুধু মোদী-শাহের পক্ষে তাঁকে হারানো সম্ভব নয়। পাশাপাশি, সিএএ সমর্থনে তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তানের বহু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে সহায়তা করতেই এই আইন।