স্পেনীয় ফুটবলার ফ্রান্সিসকো গঞ্জালেস হাভিয়ের মুনোজ এখন মোহনবাগানে খেলছেন। সবুজ-মেরুন সমর্থকরা তাকে বস বলেই ডাকেন। দক্ষিণ স্পেনের কর্দোবায় তাঁর জন্ম ও বেড়ে ওঠা। স্পেনে থাকাকালীন রিয়াল জারাগোসার জার্সি গায়ে কোপা দেল রে ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে খেলেছেনও। সেই মোহনবাগানের ‘বস্’ মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে দেখে।
ফ্রান গঞ্জালেস বলছিলেন, ‘‘আগে কিছুই জানতাম না ক্রিকেট সম্পর্কে। সবাই ভারতে এসে বলিউডের ছবি দেখে। আমি কিন্তু ভারতের ক্রিকেট ম্যাচ মন দিয়ে দেখছি। কারণ আকর্ষণের বড় কারণ বিরাট কোহলি। দুর্দান্ত অ্যাথলিট। ফিটনেস নিয়ে ওর সচেতনতার কথা পড়েই বিরাট ও তাঁর দলের ভক্ত হয়ে গিয়েছি।’’ প্রসঙ্গত, শুক্রবার সকালে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন মাঠে আসন্ন পাঞ্জাব এফসি ম্যাচের প্রস্তুতি নেন ফ্রান।